Faith Academy

Digital Marketing Course(Online)

বর্তমানে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর ভেতরে অন্যতম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তথ্য প্রযুক্তির এই যুগে মার্কেটিং বিশ্বকে বর্তমানে একচেটিয়া নেতৃত্ব দিচ্ছে ডিজিটাল মার্কেটিং। নতুন বিজনেসের প্রমোশন, মার্কেটিং বা চলতি বিজনেস এরই মার্কেটপ্লেস বাড়ানো নিয়ে হোক, ডিজিটালাইজেশনের এই যুগে ডিজিটাল মার্কেটিং ছাড়া কোন ব্র্যান্ডকে জনপ্রিয় করে তোলার কথা ভাবাই যায় না। তবে বর্তমানে এই সেক্টরে দক্ষ মার্কেটারের খুবই অভাব। তাই একজন দক্ষ ডিজিটাল মার্কেটারের চাহিদা বর্তমান বিশ্বে এখন আকাশচুম্বী। আপনি যদি নিজেকে দক্ষ করে তুলতে পারেন তাহলে নিশ্চিতভাবে চাকরির বাজার লুফে নেবে আপনাকে। এছাড়াও একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করতে পারবেন এবং নিজের বিজনেস করার অনুপ্রেরণা পেতে পারেন। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই চাহিদার কথা বিবেচনা করে Faith Academy অফার করছে Digital Marketing Course, যা আপনাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সেক্টরে দক্ষ করে তুলবে। আমাদের সিস্টার কনসার্ন Faith IT এর অভিজ্ঞ মেন্টররা এই কোর্সটি প্রদান করবেন, যাদের রয়েছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে দীর্ঘ বছরের বাস্তব অভিজ্ঞতা।

চাকুরী, রিমোট জব, ফ্রিল্যান্সিং কিংবা উদ্যোক্তা হয়ে ক্যারিয়ার গড়তে চাইলে ডিজিটাল মার্কেটিং শেখার কোন বিকল্প নেই। বর্তমানে যে কোন ব্যবসা, অফিস, প্রোডাক্ট সব কিছুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কেটিং অর্থাৎ মানুষকে জানানো। আর যেহেতু বেশিরভাগ মানুষের সরব উপস্থিতি এখন ডিজিটাল প্লাটফর্মে তাই গতানুগতিক এনালগ মার্কেটিং ছাড়িয়ে ডিজিটাল মার্কেটিং এখন বেশি ইফেক্টিভ। তাই বেকারত্বকে বিদায় জানিয়ে নিশ্চিত ক্যারিয়ার করতে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়া হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত।

আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন একজন শিক্ষার্থী বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত দক্ষ হয়ে উঠতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর সকল টপিকগুলো পর্যায়ক্রমে এমনভাবে সাজানো হয়েছে যেন একজন শিক্ষার্থী সম্পূর্ণ নতুনভাবে এই কোর্স করতে আসলেও সে যেন শুরু থেকে টপিকগুলো বুঝতে পারে এবং ধীরে ধীরে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারে। কোর্সের মডিউলগুলো সাজানো হয়েছে ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট, কৌশলগত স্ট্র্যাটেজি এবং ব্যবহারিক প্রয়োগ নিয়ে যার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে ওয়েবসাইট সংক্রান্ত প্ল্যানিং, ওয়েবসাইট প্রমোশন, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং প্রচলিত মার্কেটিং কে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর সাথে সংযুক্ত করা যায় তা নিয়ে।

বিশ্বায়নের এই যুগে মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটিং এর কোন বিকল্প নেই। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি প্রসেস যা একটি বিজনেসকে সাহায্য করে ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমে বিস্তার করতে যেন সে তার প্রোডাক্ট এবং সার্ভিস আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। ডিজিটাল মার্কেটিং এ ভালো করতে হলে এই ডিজিটাল প্লাটফর্ম, তার বিভিন্ন টুলস এবং সফটওয়্যার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। এই সকল প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখেই আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স ডিজাইন করা হয়েছে যেন শিক্ষার্থীরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে তাদের প্রফেশনাল ক্যারিয়ার গড়তে পারে।
Faith Academy ডিজিটাল মার্কেটিং কোর্সকে বর্তমান বিশ্বের সাথে যুগপযোগী করে তার মডিউল গুলো তৈরি করেছে। এই কোর্সটি করার মাধ্যমে শিক্ষার্থীরা জব মার্কেটে তাদের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করতে পারবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসেও কাজ করার উপযুক্ত দক্ষতা অর্জন করতে পারবে।

Spoken English Course (Online)

Spoken-English-online.

ইংরেজি আমাদের বাংলাদেশে দ্বিতীয় ভাষা এবং আমাদের দৈনন্দিন জীবনের অত্যাবশ্যকীয় অংশ। আমরা ছোটবেলার স্কুল জীবনের প্রারম্ভ থেকেই আমাদের মাতৃভাষা বাংলা শেখার পাশাপাশি ইংরেজি ভাষাও শিখছি। কিন্তু তবুও ইংরেজি বলা ও লিখার ক্ষেত্রে আমাদের দুর্বলতা ভয়াবহভাবে চোখে পড়ার মতো। হয়তো এই ক্ষেত্রে আমাদের স্কুল কলেজের ইংরেজি কারিকুলামের কিছুটা ঘাটতি থাকতে পারে।

ইংরেজি বলার ক্ষেত্রে আমাদের এই দুর্বলতা ক্যারিয়ারের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভোগান্তিতে ফেলছে। বর্তমান পৃথিবীতে বিদেশে উচ্চশিক্ষা তো বটেই, চাকরি জীবনে, ব্যবসায়িক কাজে, কর্পোরেট সেক্টরে এমন কোনো ক্ষেত্র পাওয়া যাবে না যেখানে ইংরেজিতে কমিউনিকেশনের প্রয়োজন পড়ে না। এজন্য ইংরেজিতে কথা বলায় আমরা পিছিয়ে থাকার জন্য প্রফেশনাল ক্যারিয়ারের বিভিন্ন স্তরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারছি না। যার দরুন আমাদের মাঝে অনেকেরই এক ধরনের হতাশা কাজ করে।

তবে স্পোকেন ইংলিশে যারা দক্ষ, তাদেরকে জীবনের কোন ক্ষেত্রে আটকানো সম্ভব নয়। English যে জানে, জীবনে তার কোথাও ঠেকতে হয় না। জীবনে ঠেকতে এবং ঠকতে না চাইলে ইংলিশ শিখার বিকল্প নেই।

স্পোকেন ইংলিশের এই গুরুত্ব অনুধাবন করেই ফেইথ একাডেমী অফার করছে স্পোকেন ইংলিশ কোর্স যা একজন শিক্ষার্থীকে সাহায্য করবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। আমাদের স্পোকেন ইংলিশ ইংলিশ কোর্স একজন শিক্ষার্থীকে তার নির্দিষ্ট লক্ষ্যসমূহ অর্জন করতে সর্বাত্মকভাবে সহায়তা করবে। প্রফেশনালি ইংলিশ বলতে, অনলাইন বা অফলাইন মিটিং এ, কর্পোরেট সেক্টরে, চাকরির ইন্টারভিউতে, এম্বাসির ইন্টারভিউতে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বত্র এই কোর্সটি আপনার সাবলীলভাবে ইংলিশ বলার জন্য প্রয়োজনীয় স্কিলগুলো অর্জন করতে ব্যাপক ভূমিকা রাখবে।

ফেইথ একাডেমির স্পোকেন ইংলিশ কোর্সটি ৩ মাসে সম্পূর্ণ হবে এবং কোর্সটি সম্পন্ন করার পরে আপনি শুদ্ধ ইংরেজিতে নিজের পরিচয় প্রদান করা থেকে শুরু করে অন্যান্য সকল ইংলিশ কমিউনিকেশনে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে সাবলীল ভঙ্গিতে ইংরেজিতে কথা বলতে সমর্থ হবেন।

আমাদের স্পোকেন ইংলিশ কোর্সটি অনলাইনেও প্রদান করা হবে। আমাদের কোর্সটি বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত একজন শিক্ষার্থীর ইংলিশে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করবে। ইংলিশে কমিউনিকেশনের বেসিক থেকে কোর্সটি শুরু হবে। তারপর পর্যায়ক্রমে ইংলিশে কমিউনিকেশনের অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকগুলো কাভার করা হবে। ভিন্ন ভিন্ন পেশা ও পরিস্থিতিতে কিভাবে সঠিক শব্দ প্রয়োগ করে যোগাযোগ করতে হবে তা বিস্তারিত পর্যালোচনা করা হবে ক্লাসগুলোতে। ইংরেজিতে মৌখিক যোগাযোগের নিয়মাবলীর অপরিহার্য উপাদানগুলো প্রয়োজনীয় উদাহরণ দিয়ে দিয়ে পর্যায়ক্রমে বোঝানো হবে। ইংরেজিতে শব্দভাণ্ডার বৃদ্ধি করা, শব্দের সঠিক উচ্চারণ, কাছাকাছি উচ্চারণে একই অথবা ভিন্ন ভিন্ন শব্দের প্রয়োগ এই বিষয়সমূহ গভীরভাবে পড়ানো হয়। কোর্সটির টপিকগুলো পর্যায়ক্রমে শেষ হলে একজন শিক্ষার্থী প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশনের প্রয়োজনীয় স্কিলগুলো অর্জনে সক্ষম হবে যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

IELTS Complete Course

IELTS

আমাদের সম্পূর্ণ IELTS কোর্সটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে হয়েছে যেন একজন স্টুডেন্ট তার প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করার মাধ্যমে আইএলটিএস এক্সামে উচ্চ স্কোর এচিভ করতে পারে। আমাদের কোর্স টি IELTS এর সবগুলো মডুইলই কাভার করবে অর্থাৎ: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং।

আমাদের IELTS কোর্সটি সেই সকল স্টুডেন্টদের জন্য খুবই উপযোগী যারা সামনে বিদেশে পড়তে যাওয়ার কথা ভাবছেন। যারা ইংলিশে তাদের স্কিল ডেভেলপ করার পাশাপাশি IELTS এক্সামে ব্যান্ড স্কোর ৭/৮/৯ তুলতে চান, তাদেরকে উদ্দেশ্য করেই আমাদের কোর্সের মডিউলগুলো সাজানো হয়েছে।

আমাদের কোর্সটি স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ এখানে বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত পর্যায়ক্রমে একটি স্টুডেন্টকে নিয়ে যাওয়া হবে। IELTS এর সবগুলো বিষয় এখানে পর্যায়ক্রমে পড়ানো হবে যেন একজন স্টুডেন্ট সবগুলো মডিউলেই এই দক্ষ হয়ে উঠতে পারে।

একঘেয়েমি কাটানোর জন্য আমাদের কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যেন স্টুডেন্টরা সবসময়ই টিচারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে প্রাণবন্ত ক্লাসরুমে নতুন নতুন টপিকে গভীরভাবে জানতে পারে। আমাদের টিচাররা বিভিন্ন কার্যক্রম এবং অনুশীলনের মাধ্যমে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করতে সাহায্য করে যা স্টুডেন্টদের স্কিলকে ডেভলপ করে।

অফলাইনের পাশাপাশি আমাদের কোর্সটি অনলাইনেও এভেইলেবল এবং বিশ্বের যে কোন প্রান্ত থেকে করা যাবে। আমাদের কোর্সটি সহজবোধ্য করে সাজানো হয়েছে যেন স্টুডেন্টরা তাদের নিজস্ব গতিতে শিখতে পারে। প্রতিদিন ছোট ছোট কাজ দেয়া হবে যা স্টুডেন্টরা বাসায় প্র্যাকটিস করার মাধ্যমে কোর্স শেষে আইএল টিএস এক্সামের জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আমাদের এক্সপার্ট টিচাররা সকল লেভেলের স্টুডেন্টদের কথা ভেবেই কোর্স মডিউলগুলো এভাবে তৈরি করেছেন।

আর একই সাথে আমাদের এই কমপ্লিট আইএলটিএস কোর্সটি খুবই সাশ্রয়ী। কোর্সটির রেগুলার মূল্য ১০,০০০ টাকা। বর্তমানে স্টুডেন্টদের ডিমান্ডের কথা বিবেচনা করে ৫০% ছাড়ে মাত্র ৫০০০ টাকায় কোর্সটি আমাদের এখানে করতে পারছেন যেন সকল ব্যাকগ্রাউন্ড এবং অর্থনৈতিক অবস্থার স্টুডেন্টরা এই কোর্সটি করতে পারেন।